প্রকাশিত: Sun, Dec 3, 2023 1:59 AM
আপডেট: Fri, May 9, 2025 11:28 AM

ভোটার উপস্থিতি নিয়ে চিন্তিত আওয়ামী লীগ!

জায়েদুল আহসান পিন্টু, ফেসবুক: সারাদেশে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, মৎসজীবী লীগ, মহিলা লীগ ও যুব মহিলা লীগের পদধারী নেতা আছেন, ২ কোটি ১৭ লাখ ৩ হাজার ৮০৪ জন। 

আওয়ামী লীগের ডাটা অনুযায়ী, কর্মী সমর্থকদের হিসেব বাদ দিলেও দলীয় নেতাই আছেন মোট ভোটারের ১৮ দশমিক ১৩ শতাংশ। দেশে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। 

বর্তমানে কর্মীর চেয়ে নেতা বেশি এই দলটিতে একজন নেতা যদি একজন করে ভোটারকে কেন্দ্রে নিয়ে আসতে পারেন তাহলেই ৩৬ দশমিক ২৬ শতাংশ ভোট কাস্ট হওয়ার কথা।  

আওয়ামী লীগের নেতারা কী একজন করে ভোটার কেন্দ্রে নিয়ে আসতে পারবেন না? মনে হচ্ছে সেই ভরসা আওয়ামী লীগের নেই। তাই দলের নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ায় উৎসাহ দেওয়া হচ্ছে!